উদাস দুপুর বেলা সখি লিরিক্স udas dupur bela sokhi lyrics bangla
উদাস দুপুর বেলা সখি লিরিক্স udas dupur bela sokhi lyrics bangla
এই গানটি প্রকাশ করে "Prano Nath Folk Music " ইউটিউব চ্যানেল।এটি একটি বাংলা অসাধারণ গান । এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে।গানটি লিখছেন Shahid।গানটি সংগীত করেছেন wahed। এই গানে কণ্ঠ দিয়েছে Nadim Wahed And Srabony Mutsuddy। যদি কারো আর ভালো বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তারা সহজেই আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ।
Song Name: Udash Dupur Bela Shokhi
Vocal: Shahid, Muhammad Junaid, And Rahim Shah
Lyricist: Zakir Hossain Razu
Ukulele: Shopon Khan
Label: Prano Nath Folk Music
উদাস দুপুর বেলা সখি লিরিক্স
আর উদাস দুপুর বেলা সখি
আসবে কি একলা নদীর ঘাটে রে,
দেখতে তোমায় মন চাইছে
ও কি দেখতে তোমায় মন চাইছে।।
আর একবার যদি আসো সখি
জল ভরিবার ছলে ।
মনের কথা বলবো তোমায়
বসে কদম তলে ।
মনের কথা বলবো তোমায়
বসে কদম তলে।
একবার যদি আসো সখি
জল ভরিবার ছলে
মনের কথা বলবো তোমায়
বসে কদম তলে,
মনের কথা বলবো তোমায়
বসে কদম তলে।
তুমি সকল দুঃখ ভুলে যেও
চোখের পানে চেয়ে,
তুমি সকল দুঃখ ভুলে যেও
চোখের পানে চেয়ে
আর শক্ত কইরা ধরিয়ো হাত
ছাইড়া যাইবার ভয়ে,
দেখতে তোমায় মন চাইছে
ও কি দেখতে তোমায় মন চাইছে।
আর উদাস দুপুর বেলা সখি
আসবে কি একেলা নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাইছে
ও কি দেখতে তোমায় মন চাইছে।।
আর না জানি মুই লিখতে চিঠি
না জানি মুই পড়তে ..
বাঁশির সুরে ডাকি তোমায়
আসো না গো ছুটে,
বাঁশির সুরে ডাকি তোমায়
আসো না গো ছুটে।
আর উথাল পাথাল নদীর ঢেউয়ে
বুকে জোয়ার ভাটা চলে,
উথাল পাথাল নদীর ঢেউয়ে
বুকে জোয়ার ভাটা চলে
চেয়ে তোমার পানে
দেখতে তোমায় মন চাইছে
ওকি দেখতে তোমায় মন চাইছে।
আর উদাস দুপুর বেলা সখি
আসবে কি একলা নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাইছে
ওকি দেখতে তোমায় মন চাইছে।।