মানুষ বড়ই স্বার্থপর গানের লিরিক্স Manush Boroi Sharthopor lyrics
মানুষ বড়ই স্বার্থপর গানের লিরিক্স Manush Boroi Sharthopor lyrics
এই গানটি প্রকাশ করে "E-Sound Music" ইউটিউব চ্যানেল।এটি একটি বাংলা অসাধারণ গান । এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে।গানটি লিখছেন রোহান রাজ ।গানটি সংগীত করেছেন রোহান রাজ। এই গানে কণ্ঠ দিয়েছে বাউল সুকুম । যদি কারো আর ভালো বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তারা সহজেই আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ
মানুষ বড়ই স্বার্থপর গান ডাউনলোড Manush Boroi Sharthopor Download
Song: Manush Boroi Sharthopor-(মানুষ বড়ই স্বার্থপর রে)
Singer: Baul Sukumar
Lyrics, Tune & Music: Rohan Raj
Mix Master: Rohan Raj
Flute: Jalal Ahmad
Guitar: Rajib Ghosh
Dotara: Jalal
মানুষ বড়ই স্বার্থপর লিরিক্স বাউল সুকুমঃ
মানুষ বড়ই স্বার্থপর রে,
বড়ই স্বার্থপর.....
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
মানুষ বড়ই স্বার্থপর রে,
বড়ই স্বার্থপর.....
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
অচেনা এক জংলা পাখি
যতন কিইরা বুকে রাখছি
বুকের পাজর ভাইঙ্গা
সে যে সাজায় অন্যের ঘররে
সাজায় অন্যের ঘর ।
মানুষ বড়ই স্বার্থপর রে,
বড়ই স্বার্থপর.....
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
মিউজিক
হাসতে শিখায় যেই মানুষটা
তার হাসি নেয় কেরে...।
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয়
সাজানো সংসারে।
হাসতে শিখায় যেই মানুষটা
তার হাসি নেয় কেরে...।
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয়
সাজানো সংসারে।
যারে তুমি ভাবো আপন
তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা
খুরতাছে কবর রে,
খুরতাছে কবর ।
মানুষ বড়ই স্বার্থপর রে,
বড়ই স্বার্থপর.....
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
মিউজিক
দুই দিনেরি দুনিয়াতে
থাকবে কয়দিন প্রাণ
তবুও কেনো স্বার্থের জন্য
মানুষ বেইমান ।
ওদুই দিনেরি দুনিয়াতে
থাকবে কয়দিন প্রাণ
তবুও কেনো স্বার্থের জন্য
মানুষ বেইমান ।
যারে তুমি ভাবো আপন
তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা
খুরতাছে কবর রে,
খুরতাছে কবর ।
মানুষ বড়ই স্বার্থপর রে,
বড়ই স্বার্থপর.....
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর।
মানুষ বড়ই স্বার্থপর গানের লিরিক্স Manush Boroi Sharthopor lyrics
মানুষ বড়ই স্বার্থপর লিরিক্স Manush Boroi Sharthopor song lyrics
মানুষ বড়ই স্বার্থপর গান ডাউনলোড Manush Boroi Sharthopor Download